সারা দুনিয়ায় সাইকিয়াট্রির (মনোচিকিৎসা) বাইবেল ধরা হয় এই DSM-কে যেটা প্রস্তুত করে APA (American Psychiatric Association). বাংলাদেশ-সহ এশিয়ান দেশ গুলো একে অন্ধভাবে মেনে চলে। যদিও মন-মানসিকতায় ওসব দেশ আর প্রাচ্যের লোকেদের মাঝে বহু তফাত। আমেরিকান এই প্রতিষ্ঠান শুরু থেকেই হস্তমৈথুন, সম:[কামিতা এসবের ব্যাপারে রিসার্চবিহীন সমর্থন দিয়ে এসেছে, DSM সংশোধন করেছে, যার ফলে আজকে লদভদ+ক আন্দোলন এতোটা গ্রাউন্ড পেয়েছে।

লদভদ+ক আন্দোলনের সাথে এদের সম্পর্ক আঁতুড়ঘরে শিশু-দাইমা সম্পর্কের মত। আর সাইকিয়াট্রিস্টরা এই বাইবেল অক্ষরে অক্ষরে মেনে চলেন। এজন্যই সারা দুনিয়াতেই, কেবল আমাদের দেশেই না, সাইকিয়াট্রিস্টরা গোপনে/ প্রকাশ্যে লদভদ+কের সমর্থক বা স্পেস-দাতা হয়ে ওঠেন, যেহেতু তাদের ট্রিটমেন্ট গাইডলাইনই ঐটা। নিচের লেখাটা দেখলে স্পষ্ট হবে সাইকিয়াট্রি একাডেমিয়া আর লদভদ+কের সম্পর্ক।

বই: কাঠগড়া
সন্দীপন প্রকাশন

রেফারেন্স:
৯১। Ronald Bayer Homosexuality and American Psychiatry: The Politics of Diagnosis (1981) Princeton University Press p. 105.
৯২। Marcus E. (2002), Making Gay History: The Half-century fight for lesbian and gay equal rights, p179
৯৩। Sarah Baughey-Gill, When Gay was not Okay with the APA, Occam's Razor, vol 1 (2011)