মানসাঙ্ক- বইয়ের আলোচনাটা মেইনলি এটা নিয়ে ছিল যে,

  • ইসলাম আপনাকে একটা ফ্যামিলি কালচার দেবে যা অজাচার প্রতিরোধ করবে, তথাকথিত ম্যারিটাল রেপ হতে দেবে না।
  • ইসলাম আপনাকে একটা ব্যক্তিক কালচার দেবে, যা আপনার মেন্টাল সেটআপ বিগড়াতে দেবে না।
  • ইসলাম একটা সমাজ কালচার গড়ে দেবে, যা উদ্দীপক হতে দেবে না আপনাকে, ভিকটিমকে রেপিস্টের হাতে পড়তে দেবে না।
  • ইসলাম একটা বিচারিক কালচার তৈরি করবে, যা পটেনশিয়াল ধর্ষকদের চোখে ভাসবে।

ব্যক্তিক-পারিবারিক-সামাজিক-বিচারিক- রাষ্ট্রীয় কালচারের সমন্বিত মাল্টিডিসিপ্লিনারি এপ্রোচের দ্বারা ইসলাম ‘ধর্ষণ ও যৌন হয়রানি’ প্রতিরোধ করবে ও করেছে।

শুধু এই একটা বিষয় নয়, মানবজীবনের যত ক্ষেত্র আছে, সেসব ক্ষেত্রে যত সমস্যা আছে বা হতে পারে, সব ইসলাম হয় সমাধান করবে, নয়তো সমস্যাকেই আসতে দিবে না, প্রতিরোধ ও প্রতিকার। যেমন: আমরা প্রতিদিন যেসব সমস্যা ফেস করি, রাফলি।

ব্যক্তিজীবন:

  • ১. হতাশা
  • ২. অসুখবিসুখ
  • ৩. বদভ্যাস
  • ৪. টাইপ-১ আচরণ
  • ৫. অনিদ্রা
  • ৬. স্ট্রেস
  • ৭. উদ্বিগ্নতা

পারিবারিক জীবনে সমস্যা:

  • ১. দাম্পত্য কলহ
  • ২. সন্তানের অবাধ্যতা
  • ৩. ডিভোর্স
  • ৪. সেপারেশান
  • ৫. ব্রোকেন ফ্যামিলির সন্তান
  • ৬. সদস্যদের দূরত্ব
  • ৭. শাশুড়ি-বউ দ্বন্দ্ব
  • ৮. অজাচার
  • ৯. তথাকথিত ম্যারিটাল রেপ
  • ১০.একাকীত্ব

সমাজজীবনে সমস্যা:

  • ১. প্রতিবেশীর সাথে বিরোধ
  • ২. আত্মীয়স্বজনে বিরোধ
  • ৩. জমিজমা নিয়ে কলহ
  • ৪. পরকীয়া
  • ৫. বাল্যপ্রেম
  • ৬. ধর্ষণ
  • ৭. লেনদেনে প্রতারণা
  • ৮. পরচর্চা
  • ৯. সমাজের সদস্যদের দূরত্ব
  • ১০. লৌকিকতা
  • ১১. মাদক

অর্থনৈতিক সমস্যা:

  • ১. সুদ পরিশোধ
  • ২. ঘুষ প্রদান
  • ৩. লেনদেনে প্রতারণা
  • ৪. মাপে কম পাওয়া
  • ৫. মানে কম পাওয়া
  • ৬. ক্ষতিকর খাদ্যদ্রব্য
  • ৭. চাঁদাবাজি
  • ৮. দালালি

রাষ্ট্রীয় সমস্যা:

  • ১. জনসংখ্যা
  • ২. বেকারত্ব
  • ৩. অশিক্ষা-কুশিক্ষা
  • ৪. দুর্নীতি
  • ৫. অপরাধ
  • ৬. মাদকাসক্তি
  • ৭. সন্ত্রাস

বিচারব্যবস্থার সমস্যা:

  • ১. শুনানির দীর্ঘসূত্রিতা
  • ২. সাক্ষীকে ভয়ভীতি
  • ৩. উকিল খরচ
  • ৪. জামিনে আসামীর বেরিয়ে আসা
  • ৫. ঘুষ-দুর্নীতি
  • ৬. সহনীয় লঘু শাস্তি
  • ৭. শাস্তির অনিশ্চয়তা
  • ৮. অবৈধ সুপারিশ
  • ৯. শাস্তি মওকুফ লাঘবের আশা
  • ১০. বিচারবহির্ভূত হত্যা

আন্তর্জাতিক সমস্যা:

  • ১. মাদক
  • ২. মানব পাচার
  • ৩. বড়দেশের আর্থিক আগ্রাসন
  • ৪. বড়দেশের রাজনৈতিক চাপ
  • ৫. সাংস্কৃতিক আগ্রাসন

হয় ব্যক্তি কালচার দিয়ে, নয়তো ফ্যামিলি কালচার দিয়ে, না হয় সমাজ কালচার দিয়ে, নয়তো রাষ্ট্রীয়-বিচারিক-বাজার কালচার দিয়ে ইসলাম এই প্রতিটার সমাধান করবে। কখনো একাধিক কালচারের সমন্বয় দিয়ে। কিংবা সব ডাইমেনশনের সমন্বয়ে এমন একটা জীবন আপনাকে দেবে, যা টোটাল একটা সুকুনওয়ালী (Soothing) জীবন। এবং মৃত্যু পরবর্তী অনন্ত জীবনেও খুশি আর আনন্দ। ইহকালে সফলতা, পরকালে মহাসফলতা।

ইসলাম মানে শুধু কিছু ধর্মীয় রিচুয়ালস (প্রথা) নয়, অন্যান্য ধর্মের মত। ইসলাম একটা কমপ্লিট কালচার, যার সব মাত্রা আছে, সব ডাইমেনশানে মাল্টিফ্যাক্টর এপ্রোচ আছে। এজন্য এটা কোন ধর্ম না, যাকে কেবল মনে ধারণ করার জিনিস। এটা দীন, যা ধারণ করার পর প্রয়োগ করতে হয়, প্র্যাক্টিস করতে হয়, আগে বাড়তে হয়। দীন শব্দটা ‘রিলিজিয়ন’ দিয়ে বুঝলে হবে না, ‘লাইফস্টাইল’ও না। দীনের অনুবাদ আমি করি ‘সিস্টেম’, তবে এতেও পূর্ণ হয় না।

ব্যক্তিজীবনের সমস্যা নিয়ে আলোচনা ‘কষ্টিপাথর’ এ কিছুটা এসেছে। কষ্টিপাথর-২ দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। পারিবারিক জীবন নিয়ে কষ্টিপাথর-৩ করার ইচ্ছে ছিল। সমাজসমস্যাগুলো নিয়ে কেউ কাজ করুন। বিচারিক সমস্যা, রাষ্ট্রীয়-আন্তর্জাতিক-বাজার সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্ট ব্যাকগ্রাউণ্ডের ভাইয়েরা কাজ করুন না? ইসলামকে ব্যক্তি থেকে টেনে বের করে আদর্শের জায়গায় বসাতে হবে। সবাইকে বুঝাতে হবে, ইসলাম যার যার নয়। বাঁচতে চাইলে আপনি ইসলামের হোন, ভিত্রে আসেন। পুরো মানবজাতির শেষ ভরসাস্থল ইসলামের সুশীতল ছায়া। যে অসহ্য কষ্ট মানবসভ্যতা ভোগ করছে এর আর দ্বিতীয় এলাজ ছিলও না, নেইও।