ব্র্যাক ভার্সিটি দাবি করেছে: তারা সমকামিতার প্রসারে কাজ করছে বলে যে দাবি উঠেছে, তা ভিত্তিহীন।
তাহলে এগুলো কী??????
বন্ধু সোশ্যালের সাথে, বয়েজ অব বাংলাদেশের সাথে তাদের জয়েন্ট ভেনচারের কাজগুলো কী কী? টপ দুটো সমকামী সংগঠনের সাথে যারা আইনের দৃষ্টিতে অপরাধীদের সংগঠন। তাদের সাথে একজোটে ব্র্যাক ভার্সিটির কী প্রজেক্ট????
সরোসের যে ফান্ডিং, সেটা ব্যয় হয়েছে কীসে কীসে? সরোস তো ফান্ডিং করে এলজিটিভি বাবদ? তাহলে সেই সরোসের টাকা ব্র্যাক ভার্সিটি কী করে? মুড়ি খায় সেই টাকা দিয়ে???
ব্র্যাক যে বাংলাদেশে এলজি টিভি মাফিয়াদের 'সেইফ স্পেইস' তৈরি করে দেয়ার কাজ করেছে, এটা কি আইনত: বৈধ?
বিশেষ করে দণ্ডবিধির ৩৭৭ অনুচ্ছেদের আলোকে? যে অনুচ্ছেদ বাতিলের জন্য ব্রোকব্র্যাক দেনদরবার করে আসছে প্রায় দেড় দশক ধরে?
ব্র্যাকের বিরুদ্ধে সচেতন সমাজের উচিত ৩৭৭ ধারাতে মামলা করা। দেশে এখনও সমকামিতা দণ্ডনীয়। সেই গর্হিত দণ্ডনীয় অপরাধকে বৈধ করার জন্য ফান্ডিং আনা, অপরাধীদের সাথে কাজ করা এসবের জন্য সচেতন আইনজীবীরা পদক্ষেপ নিন।
আওয়াজ উঠুক…