কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বা একাধিক 'সর্ব-ঘরানা বুদ্ধিবৃত্তিক সেল' গঠন করুন। এখানে রাজনৈতিক ইসলামিস্ট, তাবলীগী, আহলে হাদিসরা থাকবেন যারা নিজ মাসলাকের ঊর্ধ্বে উঠে এমন সব ফিতনা নিয়ে কাজ করবেন, যেসব ফিতনা সবার জন্যই ফিতনা।

যেমন ধরেন, তাবলীগে শূরাপন্থীদের জন্য সাদপন্থীরা একটা ফিতনা ও ভাইসভার্সা। কওমীপন্থীদের কাছে মওদূদীপন্থীরা ও আহলেহাদিস একেকটা ফিতনা। আহলে হাদিসদের কাছে মাযহাবপন্থীরা ও ইখওয়ানীরা একেকটা ফিতনা।

কিন্তু কিছু ফিতনা আছে উপরের এই সব গ্রুপের জন্যই ফিতনা। মডার্নিস্ট, মডারেট, কুরআনিস্ট (হাদিস অস্বীকার), ইন্টারফেইথ, সেক্যুলারিজম, লিবারেলিজম, ফেমিনিজম এসব ফিতনা কওমী, ওজাহাতী, এতায়াতী, ইখওয়ানী, আহলে হাদিস সব গ্রুপে প্রবেশ করেছে। এগুলো সবার কমন শত্রু।

আমাদের এই বিশেষ সেলটা আন্তঃগ্রুপ কাইজ্জা বাদ দিয়ে এই কমন লেভেলে কাজ করবে। কমন ফিতনাগুলো একসাথে স্টাডি করবে, মোকাবেলা করবে।

নিজে একটা গ্রুপে তো আমরা বিলং করিই। কিন্তু কাজ করব সেখান থেকে উপরে উঠে। ধরেন, আমার কোনো বন্ধু সংশয়ে পড়লো। আমার জানা আছে, এই বিশেষ ভাইগুলোর কাছে জবাব আছে কিংবা জবাবের খোঁজ আছে। নিয়ে গেলাম তাদের কারও কাছে।

এই বিশেষ সেল-টা ক্যাম্পাস ছাড়ার আগে প্রত্যেকে একজন করে তৈরি করে রেখে যাবে।

একটা ক্যাম্পাসে অনেকেই থাকে, যারা এসব বিষয়ে পড়াশোনা করেছে বা ভালো জ্ঞান রাখে। কিন্তু মাসলাকী কারণে তারা বিচ্ছিন্ন থাকে। মাঝে মাঝে এক হলে মানুষ একটা ঠিকানা পায়। আশা করি বুঝাতে পেরেছি।